ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিয়ন্ত্রণের বাইরে স্পেনের দাবানল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
নিয়ন্ত্রণের বাইরে স্পেনের দাবানল

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। চতুর্থ দিনের মতো আগুন জ্বলছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি কর্তৃপক্ষ।  

ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, শনিবার (১৯ আগস্ট) বিকেলের মধ্যে ২৬ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

অস্থায়ী হিসাব অনুযায়ী, শুক্রবারের ৪ হাজার মানুষকে সরানো হয়। আর শনিবার মোট ২৬ হাজার সরানো হলো যা দাবানলের তীব্রতা বৃদ্ধি নির্দেশ করে। আগুনে এখন পর্যন্ত প্রায় ১১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আটলান্টিকের দ্বীপটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। সাত দ্বীপের এই দ্বীপপুঞ্জটি আফ্রিকার উত্তর-পশ্চিম এবং স্পেনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। দ্বীপপুঞ্জটি মরক্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে অবস্থিত।

শনিবার সারা রাত আকাশে আগুনের তীব্র শিখা জ্বলে ওঠে এবং ঘরবাড়ির কাছের এলাকায় হেলিকপ্টারে পানি ফেলতে দেখা যায়। বাড়িগুলোর চারপাশ থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া আকাশে উড়ছিল।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।