ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৩ সেপ্টেম্বর পর্যন্ত রিমান্ডে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
১৩ সেপ্টেম্বর পর্যন্ত রিমান্ডে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রিমান্ড দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। অফিসিয়াল সিক্রেটস আইনে তার এ রিমান্ড বাড়ানো হলো।

ইমরানের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

আরেক মামলায়  তিন বছরের সাজা স্থগিত হলেও রিমান্ড বাড়ানোর ফলে ইমরানকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারেই থাকতে হবে।

বুধবার অ্যাটক জেলা কারাগারে বিশেষ আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। দুর্নীতি মামলায় তিন বছরের সাজা স্থগিতের পরদিনই তার রিমান্ড বাড়ানোর খবর এলো।  

অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপন তারবার্তার বিষয়বস্তু প্রকাশ্যে আনা এবং রাজনৈতিক লাভের জন্য এটি ব্যবহার করার অভিযোগ রয়েছে।
 
ইমরান খানের আইনজীবী সালমান সাফদার আল জাজিরাকে বলেন, আমরা আদালতে জামিন আবেদন করেছি এবং শনিবার এর শুনানি হবে।  

তিনি বলেন, জেল ট্রায়াল চ্যালেঞ্জ করে আরেকটি আবেদন দাখিল করা হয়েছে। পাশাপাশি এই মামলার শুনানি যাতে খোলা আদালতে হয়, সেই আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।