ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কিয়েভে ব্যাপক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
কিয়েভে ব্যাপক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত

কিয়েভে গেল বসন্তের পর সবচেয়ে বড় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানান।

 গুলি করে ভূপাতিত করা অনেক ক্ষেপণাস্ত্র বিভিন্ন ভবন, পার্ক ও একটি স্কুলের ওপর গিয়ে পড়ে।

গত রাতে ইউক্রেনের রাজধানীতে এই হামলায় আরও তিনজন আহত হয়। রুশ সামরিক ড্রোন ইউক্রেনের ঝিটমির অঞ্চলেও হামলা চালায়। এতে রেললাইন ও ট্রেন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ক্ষেপণাস্ত্র এবং ১৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করছে।

ইউক্রেনের কৃষ্ণ সাগরের ওডেসা অঞ্চলেও রুশ হামলা চালানো হয়, বলছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি।

গতরাতের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে রাশিয়া এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি।

টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে এক বার্তায় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, গেল বসন্তের পর কিয়েভ এরকম বড় হামলার মুখোমুখি হয়নি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে হামলা চালানো হয়।  

তিনি শত্রুপক্ষের ২০টি টার্গেট তারা ধ্বংস করার দাবি করেন তিনি।  

কিয়েভের মেয়র ভিটালি ক্লিশকো জানান, একটি অনাবাসিক ভবনের ভেতর নিহত দুজনের দেহ পাওয়া যায়।

ইউক্রেনের রাজধানীতে এই হামলার খবর এলো এমন এক সময়, যখন রাশিয়াও ইউক্রেনের দিক থেকে ব্যাপক ড্রোন হামলার শিকার হয়েছে। রাশিয়া হুমকি দিয়েছে যে তাদের মাটিতে এই হামলার বদলা না নিয়ে তারা ছাড়বে না।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।