মিয়ানমারের বাণিজ্যিক শহর ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রায় ৮ মিলিয়ন জনসংখ্যার শহরে কমপক্ষে এক মিনিট স্থায়ী ছিল কম্পনটি।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর।
চলতি বছরের মে মাসে মিয়ানমারে পর পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। গত ২ মে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে সেখানে। একই মাসের ২২ তারিখে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে দুটি ভূমিকম্প হয়েছিল। মিয়ানমারের ওই ভূকম্পন বাংলাদেশের কক্সবাজারেও অনুভূত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসএএইচ