ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার করলো লেবানন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার করলো লেবানন সেনাবাহিনী

রোববার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন তারা।

লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকরা  অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক।

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। ১৭৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যেতে শুরু করে।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতোমধ্যে চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

অভিবাসীরা জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন যে তারা সাইপ্রাস হয়ে ইউরোপে পৌঁছানোর জন্য মাথাপিছু ৫ থেকে ৭ হাজার প্রদান করেছে।

লেবানন সেনাবাহিনী বলছে তারা এই সপ্তায় সিরিয়া সীমান্তে প্রায় ১ হাজার অবৈধ  অভিবাসনপ্রত্যাশীদের আটকে দিয়েছে।

 

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।