ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের স্থল অভিযান শুরু, গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
ইসরায়েলের স্থল অভিযান শুরু, গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩২৪

গাজায় প্রথম দফায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সশস্ত্রবাহিনী এই অভিযানকে ‘স্থানীয় অভিযান’ বলে অবিহিত করছে।

ইসরায়েলি সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছে, পদাতিক ও সাঁজোয়াবাহিনীর সদস্যরা এসব অঞ্চলগুলোতে অভিযান চালিয়েছে মূলত লুকিয়ে থাকা হামাস সদস্য, তাদের অবকাঠামো ও বিভিন্ন সেলগুলো শনাক্ত করার জন্য।

ইসরায়লি সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে নিখোঁজ ইসরাইলিদের খোঁজে এবং হামাসের অনুপ্রবেশ ঠেকাতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ গাজা উপত্যকার উপকণ্ঠে এলাকা কেন্দ্রিক অভিযান চালিয়েছে। এই সময় এক জন হামাস সদস্য অভিযান পরিচালনাকারীদের উপর অ্যান্টি ট্যাংক গাইডেট মিসাইল ছুঁড়লে তাকে হত্যা করে আইডিএফ। অভিজানে নিখোঁজ ইসরাইলিদের দেহাবশেষ উদ্ধারের খবরও জানিতেছে তারা। খবর আল জাজিরা।  

এছাড়া আজ শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে প্রাথমিকভাবে এ অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ৩২৪  জন নিহত হয়েছেন বলে জানাগেছে। উত্তর গাজা থেকে সরে যেতে ৬ ঘণ্টার নতুন সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছিল, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত।

 

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।