ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ড

দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দিল ইরান। মাসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ সংশ্লিষ্টতায় রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হলো।

রোববার এ খবর জানিয়েছে আল জাজিরা।  

এই দুই সাংবাদিক হলেন নিলুফার হামেদি ও এলাহেহ মোহাম্মদি। ২০২২ সালের সেপ্টেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়।  

পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার কয়েক দিন পরই তারা গ্রেপ্তার হন। মে মাসের শেষ দিকে তাদের বিচার শুরু হয়।

ইরানের বিচার বিভাগের বার্তা সংক্রান্ত ওয়েবসাইট রোববার বলছে, হামেদি ও মোহাম্মদির সর্বমোট ১৩ ও ১২ বছরের কারাদণ্ড হয়েছে। তবে তাদের পুরো সাজা ভোগ করতে হবে না।  

মার্কিন শত্রু সরকারকে সহযোগিতা করার দায়ে প্রাথমিকভাবে হামেদিকে সাত বছরের সাজা ভোগ করতে হবে। আর একই অপরাধে মোহাম্মদিকে ছয় বছরের সাজা ভোগ করতে হবে।  

দেশের নিরাপত্তার বিরুদ্ধে যোগসাজশের দায়ে তাদের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠার বিরুদ্ধে অপপ্রচারের জন্য এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

রাজনৈতিক দল বা গোষ্ঠীতে হামেদির সদস্যপদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা বা মিডিয়ায় কাজ করার ওপরও দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।