ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর সীমান্তে ইসরায়েলি হামলা ‘দুর্ঘটনাবশত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
মিশর সীমান্তে ইসরায়েলি হামলা ‘দুর্ঘটনাবশত’

মিশর সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। এর মধ্যে মিশর সীমান্ত রক্ষা বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন।

দুই দেশের সামরিক সূত্র এই খবর জানিয়েছে।

রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, গাজা উপত্যকা লাগোয়া এই সীমান্তে দুর্ঘটনাক্রমে তারা হামলা চালিয়েছে।  

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনায় দুঃখ প্রকাশ করছে।  

মিশরীয় সামরিক বাহিনীর মুখপাত্র এই ঘটনার কথা নিশ্চিত করেন। তবে তিনি এটি বলেননি যে, তাদের কতজন সদস্য আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসায় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে বিস্ফোরণের পর মিশরের দিক থেকে পাঠানো অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া যায় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

লন্ডনে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, এই ঘটনা ইসরায়েল-মিশর সম্পর্ককে জটিল করে তুলতে পারে।

তিনি বলেন, গাজায় নির্বিচারে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা শিথিল করার বিষয়ে মিশর আরও সতর্কবার্তা দিতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।