ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫ হাজার ৮৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫ হাজার ৮৭

ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে পাঁচ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে। আর আহত ১৫ হাজার ২৭৩ জন ছাড়িয়েছে।

সোমবার এই খবর জানায় আল জাজিরা।

গেল ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে গাজায় হামলা চলছেই।

আল জাজিরা জানিয়েছে, গাজায় নিহত পাঁচ হাজার ৮৭ জনের মধ্যে দুই হাজার ৫৫ শিশু রয়েছে। পাশাপাশি নারী রয়েছেন এক হাজার ১১৯ জন।  

গাজায় আহত ১৫ হাজার ২৭৩ জনের মধ্যে দুই হাজার শিশু রয়েছে। আর নারীর সংখ্যা এক হাজার ৪০০।

অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত হয়েছেন এক হাজার ৪০৫ জন। আর আহত হয়েছেন পাঁচ হাজার ৪৩১ জন। নিহতদের মধ্যে ৩০৭ জন ইসরায়েলি সেনা ও ৫৭ পুলিশ কর্মকর্তা রয়েছেন।  

গাজায় হামলা শুরুর পর অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি তৎপরতা বেড়েছে। সেখানে এ পর্যন্ত ৯৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন এক হাজার ৬৫০ জন।  

গাজায় নিখোঁজ রয়েছেন এক হাজার ৪০০ জন। এর মধ্যে ৭২০ শিশুও রয়েছে। আর পশ্চিম তীরে গ্রেপ্তার এক হাজার ২১৫ ছাড়িয়েছে।  

হামাস ২২২ জনকে জিম্মি করে রেখেছে। এর মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যও রয়েছেন। আর নিখোঁজ হয়েছেন প্রায় ১০০ জন।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।