ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের বহুতল ভবনে আগুন, ৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
ভারতের বহুতল ভবনে আগুন, ৯ মৃত্যু

ভারতের হায়দরাবাদে বহুতল একটি ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯ জন, আহত বহু।

খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ নভেম্বর) যে ভবনে আগুন লেগেছে সেটির নিচতলায় বেশকিছু কেমিকেল বোঝাই ড্রাম ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে বলে ফায়ার সার্ভিস ধারণা করছেন।

হায়দরাবাদ ফায়ার সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল। আমরা ওই ভবন থেকে এখন পর্যন্ত ২০ জনকে সরিয়ে নিয়েছে।

যারা হতাহত হয়েছেন তাদের বেশিরভাগই ভবনটির প্রথম ও দ্বিতীয় তলার ভাড়াটিয়া। যারা ওপরের তলাগুলো বসবাস করেন, তাদের মধ্যে হতাহতের সংখ্যা কম।

এনডিটিভি আরও বলেছে, ভবনের মালিক রমেশ জসওয়াল নিজেই সেটির নিচতলাকে তেল ও কেমিকেলের গোডাউন হিসেবে ব্যবহার করতেন। আগুনের ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনি পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।