জাম্বিয়ায় একটি তামার খনিতে ধস নামলে মাটির নিচে কর্মরত শ্রমিকরা আটকা পড়েছেন। আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশটিতে শুক্রবার (১ ডিসেম্বর) চিনগোলা রাজ্যের একটি তামার মাইনে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির এই অঞ্চলে অসংখ্য বৈধ-অবৈধ খনি রয়েছে। যেখানে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন হাজারো শ্রমিক।
জাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়ুমবু সংসদে এই খনি ধসের খবর নিশ্চিত করেন, তবে এই ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
জাম্বিয়ার খনি মন্ত্রণালয় দুর্ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগে ওই অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন তারা।
চিনগোলা অঞ্চলটি জাম্বিয়ার রাজধানী লুসাকার ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
জাম্বিয়ায় বিশ্বের সবচেয়ে বড় বড় উন্মুক্ত তামার খনিগুলো রয়েছে। এসব খনি থেকে মাটি তোলার কারণে পাশে যেসব বর্জ্য পাহাড়ের সৃষ্টি হয় সেগুলোর একেকটি ৩০০ ফুট উঁচুও হয়ে থাকে।
বিশ্বে তামা উৎপাদনকারী দেশ গুলোর মধ্যে জাম্বিয়া অন্যতম। চিনগোলা অঞ্চলে দেশটির সবচে বড় তামার খনি গুলোর অবস্থান।
বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
এমএম