গাজার যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জবাবে লেবানন সীমান্তে শেলিং করেছে ইসরায়েলি বাহিনী।
হিজবুল্লাহ বলছে নিহত তিনজন তাদের সংঘঠনের সদস্য। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিওট এবং কিরাত সমোনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে। তবে সব হামলাই প্রতিহত করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে এটিই হিজবুল্লাহর প্রথম হামলা।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত ১ হাজার ২০০।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
এমএম