পেরুর পোদেরোসার একটি খনিতে হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন।
খনিতে সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরক নিয়ে হামলা চালায় বলে শনিবার নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, হামলার ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্স
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, আধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি হামলাকারীদের কাছে প্রচুর বিস্ফোরক ছিল। বোমার বিস্ফোরণ ঘটিয়েই তারা খনির ভেতরে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেও পরিস্থিতির মোকাবিলা করতে পারেননি।
খনিতে ঢুকেই গুলি ছুড়তে থাকে হামলাকারীরা। এতে প্রাণ যায় ৯ জনের। তাদের বাধা দিতে গিয়ে অন্তত ১৫ জন আহত হন। হামলার সময় আরও ৪ জনকে জিম্মি করে হামলাকারীরা।
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে খনির দখল নেয় পেরুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত বছর বামপন্থি প্রেসিডেন্ট পেদ্রো কাসতিল্লোকে ক্ষমতাচ্যুত করা হলে দেশটিতে আন্দোলন শুরু হয়। সেই সময়ও খনিগুলোতে হামলার একাধিক ঘটনা ঘটেছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এমএম