ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক

মুসলিম বিশ্বের প্রতিবাদের পর জনসন্মুখে কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্কের পার্লামেন্ট। ‘একটি স্বীকৃত ধর্মীয় সম্প্রদায়ের জন্য তাত্পর্যপূর্ণ ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রতি অনুপযুক্ত আচরণ’ শিরোনামে উত্থাপিত বিলটি বৃহস্পতিবার ৯৪-৭৭ ভোটে পাস হয়।

খবর আল জ
 
এই আইন পাসের ফলে ডেনমার্কে কেউ পবিত্র কোরআন পোড়ালে এখন থেকে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর এই ধরনের অপরাধের জন্য জরিমানার পাশাপাশি সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে।

ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআনে আগুন দিলে মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে দেশটি পবিত্র কোরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।

আইন পাসের পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।

 

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।