ভিয়েতনাম সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। আগামী সপ্তাহে প্রতিবেশী দেশটিতে সফর করার কথা রয়েছে তার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামে অবস্থান করবেন শি জিন পিং। দুই দেশের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ভিয়েতনামের নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই বছরের শুরু থেকে চীন এবং ভিয়েতনাম বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ লেনদেনে আছে এবং সহযোগিতার গভীরতা অব্যাহত রাখতে দুই দেশের উচ্চ-পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শুরুতে ভিয়েতনাম সফর করেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, তারা রাজনৈতিক নিরাপত্তা, বহুপাক্ষিক ও সামুদ্রিক বিষয়ের ক্ষেত্রগুলোতে আলোকপাত করবেন এবং কৌশলগত সহযোগিতা আরও বৃদ্ধি করতে কাজ করবেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
এমএম