ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ভিয়েতনাম যাচ্ছেন শি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
আগামী সপ্তাহে ভিয়েতনাম যাচ্ছেন শি 

ভিয়েতনাম সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। আগামী সপ্তাহে প্রতিবেশী দেশটিতে সফর করার কথা রয়েছে তার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামে অবস্থান করবেন শি জিন পিং। দুই দেশের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ভিয়েতনামের নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই বছরের শুরু থেকে চীন এবং ভিয়েতনাম বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ লেনদেনে আছে এবং সহযোগিতার গভীরতা অব্যাহত রাখতে দুই দেশের উচ্চ-পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শুরুতে ভিয়েতনাম সফর করেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, তারা রাজনৈতিক নিরাপত্তা, বহুপাক্ষিক ও সামুদ্রিক বিষয়ের ক্ষেত্রগুলোতে আলোকপাত করবেন এবং কৌশলগত সহযোগিতা আরও বৃদ্ধি করতে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।