ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন রাজনীতিবিরোধী ‘অপপ্রচারে’ প্রায় ৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
মার্কিন রাজনীতিবিরোধী ‘অপপ্রচারে’ প্রায় ৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা 

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচন সামনে রেখে দেশটির রাজনীতি সম্পর্কে ‘নেতিবাচক কন্টেন্ট’ ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার হাজার ৮০০টি অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। এই অ্যাকাউন্টগুলো ‘চীনা দৃষ্টিভঙ্গি প্রভাবিত কন্টেন্ট’ প্রচার করতো বলে ধারণা করা হয়।

মেটা বলছে, নির্বাচনের আগে মার্কিন নাগরিকদের প্রভাবিত করার উদ্দেশে পরিচালিত দুইটি চীনা ক্যাম্পেইন শনাক্ত করেছে তারা, যার মধ্যে এটি একটি।    

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা বলেছে, এই কার্যকলাপের সঙ্গে জড়িতরা মার্কিন রাজনীতি এবং মার্কিন-চীন সম্পর্কের বিষয়ে ইংরেজিতে পোস্ট করে। একই পোস্ট তারা এক্স অ্যাকাউন্টেও পোস্ট করে. যেখানে তারা পক্ষপাতমূলক বিষয়বস্তু ব্যবহার করে মার্কিন রাজনীতির উভয়পক্ষের সমালোচনা করে। এই নেটওয়ার্কটি উদারপন্থী-রক্ষণশীল উভয় বিষয়ে পোস্ট করতো এবং ভুয়া পরিচয়ে নিউজ আউটলেট ও রাজনীতিকদের আসল পোস্টগুলো পুনরায় শেয়র করতো।  যদিও সঠিক নিউজ শেয়ার করে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তা নাগরিকদের দলগত বিরোধ বাড়াতে কাজে লাগানো হতো কি না, তা এখনো স্পষ্ট নয়।

মেটা জানিয়েছে, এই বছর তারা চীন থেকে পরিচালিত এই রকম পাঁচটি ক্যাম্পেইন বন্ধ করেছে। যদিও এই ক্যাম্পেইনগুলোর সঙ্গে চীনের সরকার অথবা কোনো গ্রুপের সম্পৃক্ততা তারা পেয়েছে কি না জানায়নি।    

টেক জায়ান্টটি বলছে, রাশিয়াভিত্তিক ভুয়া অ্যাকাউন্টের একটি নেটওয়ার্কও তারা বন্ধ করে দিয়েছে, যারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ভুয়া কন্টেন্ট ছড়িয়ে প্রচারণা চালাতো।

ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সেপ্টেম্বরে সতর্ক করে বলেছিল, বিদেশি শক্তি আমাদের সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংহতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ব্যবহার করছে।

মার্কিন সিনেট এবং বিশেষ কাউন্সেলের প্রতিবেদনে দেখা গেছে, রাশিয়া ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভাজন বপন করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।