ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চুক্তি ছাড়াই শেষ হল দুবাইয়ের জলবায়ু সম্মেলন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
চুক্তি ছাড়াই শেষ হল দুবাইয়ের জলবায়ু সম্মেলন 

দুবাইয়ে শেষ হল ১৩ দিনের ধরে অনুষ্ঠিত হওয়া জলবায়ু সম্মেলন কপ-২৮। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এবারের সম্মেলনের সমাপ্তি টানা হয়েছে।

তবে পরিবেশ বা জলবায়ু নিয়ে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে এবারের সম্মেলন।  

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় সম্মেলন শেষ হওয়ার পূর্ব নির্ধারিত সময়সীমা চুক্তিতে পৌঁছানোর জন্য বাড়ানো হয়, তবে সেই বর্ধিত সময়সীমাও পেরিয়ে যায় কোনো চুক্তি ছাড়াই।

বিবিসির প্রতিবেদনে থেকে জানা যায়, সম্মেলনে সর্বোচ্চ অগ্রাধিকার পায় জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়টি। কিন্তু শেষ পর্যন্ত ঐকমত্যে আসতে পারেননি সম্মেলনে অংশগ্রহণকারীরা।

কপ-২৮ আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। সম্মেলনে অংশ নেওয়া বেশ কয়েকটি দেশ এবারের জীবাশ্ম জ্বালানি-সম্পর্কিত খসড়া চুক্তিটিকে ‘দুর্বল’ বলে আখ্যা দিয়ে অসন্তোষ প্রকাশ করে। আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী এবং ইইউর পক্ষে মধ্যস্থতাকারী এমন রায়ান বলেছেন, আমরা খসড়া প্রস্তাবটি সমর্থন করি না। তবে তিনি এটাও বলেছেন, এই আলোচনায় সফল হতে না পারা ‘বিশ্বের কাছে কাঙ্ক্ষিত নয়’।  

সম্মেলনে কোনো চুক্তি হতে হলে অংশগ্রহণকারী ১৯৮টি দেশের প্রত্যেককেই এ বিষয়ে অবশ্যই একমত হতে হতো।  

ইতিমধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে না পারায় বিশ্বের তাপমাত্রা বাড়তে শুরু করেছে কিন্তু কখন বা কীভাবে এই জ্বালানি ব্যবহার কমানো হবে, সে বিষয়ে কোনো দেশের সরকার কখনোই একমত হয়নি।  

এর আগে এবারের সম্মেলনের সভাপতি সুলতান আহমেদ আল-জাবের নিজেই বলেছিলেন, এমন কোনো বিজ্ঞান নেই যা নির্দেশ করে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা প্রয়োজন।

 

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।