ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনকে অভিশংসন, তদন্ত শুরুর পক্ষে ভোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
বাইডেনকে অভিশংসন, তদন্ত শুরুর পক্ষে ভোট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গতকাল বুধবার এই ভোট হয়।

প্রতিনিধি পরিষদের সব রিপাবলিকান সদস্য অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছেন। বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট পড়ে ২২১টি। বিপক্ষে ২১২টি।  

মূলত বাইডেনের ছেলে হান্টারের বিদেশি ব্যবসায় ও লেনদেন থেকে বাইডেন কোনোভাবে উপকৃত হয়েছেন কিনা সে বিষয়ে তদন্তের জন্য এই ভোটভুটি অনুষ্ঠিত হল।

রিপাবলিকানরা অভিশংসন তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলেও বাইডেনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো সম্ভব হবে না। কারণ অভিশংসন প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষ পাস হলেও সিনেটের দুই তৃতীয়াংশ ভোট লাগবে, যেখানে ডেমোক্রেটরা  ৫১-৪৯ সিটের ব্যবধানে এগিয়ে আছে।  

এদিকে বাইডেনপুত্র হান্টার বাইডেন গত সোমবার তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা করা হতে পারে এমন শঙ্কায়, কংগ্রেসের একটি তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। হান্টার বলেন, তিনি জবানবন্দি দেবেন সবার সামনে, তাঁর ব্যবসা থেকে তার বাবা লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ নেই।

 

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।