ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০ হাজার ডোনাটবোঝাই ভ্যান গায়েব করে দিলেন এক নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
১০ হাজার ডোনাটবোঝাই ভ্যান গায়েব করে দিলেন এক নারী

অস্ট্রেলিয়ায় ক্রিসপি ক্রিমি নামে একটি কোম্পানির ১০ হাজার ডোনাটবোঝাই ডেলিভারি ভ্যান চুরির অভিযোগ আনা হয়েছে এক নারীর ওপর।  

গেল ২৯ নভেম্বর সিডনির উপকণ্ঠের একটি পেট্রোল স্টেশন থেকে ডোনাট বোঝাই ভ্যানটি নিখোঁজ হয়ে যায়।

 

পুলিশ এক সপ্তাহ পরে কার পার্কিংয়ের জায়গায় হাজার হাজার নষ্ট ডোনাটসহ পরিত্যক্ত অবস্থায় ভ্যানটিকে খুঁজে পায়।  

বৃহস্পতিবার ২৮ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার জামিন নামঞ্জুর হয়েছে। তিনি গাড়ি চুরিসহ বাতিল লাইসেন্সে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।  

ঘটনার সিসিটিভি ফুটেজে স্থানীয় সময় ভোর ৪টার দিকে গ্রেপ্তার নারীকে ওই স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনি ভ্যানে উঠে তা চালিয়ে নিয়ে চলে যান।  

মজার বিষয় হলো, এটি এখনো স্পষ্ট নয়, ওই ভ্যানে ১০ হাজার ডোনাট রয়েছে, এটি তিনি জানতেন কি না।  

ক্রিসপি ক্রিমি ঘটনার বিষয়টি পুলিশকে জানায়। কোম্পানিটি চুরি যাওয়া ১০ হাজার ডোনাট গ্রাহকদের বদলে দেওয়ার আশ্বাস দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।