কানাডার অটোয়ায় ২১ বছরের ভারতীয় ছাত্রী বনশিকা সাইনির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বনশিকা পাঞ্জাবের ডেরা বস্সির বাসিন্দা ও আম আদমি পার্টি (আপ) নেতা দাবিন্দর সাইনির মেয়ে।
সোমবার (২৮ এপ্রিল) অটোয়ার একটি বিচের কাছে পাওয়া যায় বনশিকার মরদেহ।
জানা গেছে, ২২ এপ্রিলের পর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। ফোন বন্ধ থাকায় পরিবারের সন্দেহ ও উদ্বেগ আরও বাড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বনশিকার দেহ ওটাওয়ার একটি বিচের কাছে উদ্ধার হয়েছে। ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। কানাডার পুলিশ তদন্ত করছে।
ভারতীয় হাইকমিশন বলেছে, তারা কানাডার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বনশিকার পরিবার ও ভারতীয় কমিউনিটিকে সাহায্য করছে। বনশিকার দেহ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে, তবে তদন্তের জন্য কিছুটা সময় লাগবে।
বনশিকা দ্বাদশ শ্রেণি পাশ করে উচ্চশিক্ষার জন্য কানাডায় গিয়েছিলেন।
এসআইএস