ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত  

ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরের বিভিন্ন শহরেও নিয়মিতই অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। এরই ধারাবাহিকতায় অধিকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান তারা।  
 
গত শনিবার (১৬ ডিসেম্বর) নিহত ওই দুই তরুণ হচ্ছেন ২০ বছর বয়সী আজিজ আবদুলরহিম এখলাইল এবং ২৫ বছর বয়সী সালেম নাসের হাজর। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বেইত উমমার শহরে এখলাইলকে পেটে গুলি করে ইসরায়েলি বাহিনী। আর হাজরকে তুলকারেম শহরে হত্যা করা হয়।  খবর আল জাজিরার।

গত ১৮ বছরের মধ্যে চলতি বছরটি পশ্চিম তীরের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছরে পরিণত হয়েছে। পশ্চিম তীরে নিহতদের মধ্যে অন্তত ৬৫ জন শিশু। আর আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৬৫ জন ফিলিস্তিনি। সর্বশেষ এই দুই তরুণের মৃত্যুর পর গত ৭ অক্টোবর থেকে অধিকৃত এই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে ২৯০ জনে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।