ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
বুরুন্ডিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ২০

আফ্রিকার মধ্য পূর্বাঞ্চলীয় দেশ বুরুন্ডির পশ্চিমাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

 

স্থানীয় সময় গত শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সীমান্তবর্তী ভুগিজো শহরে এ হামলা চালানো হয়েছে। সেখানে বিদ্রোহীদের ঘাঁটি রয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত শনিবার (২৩ ডিসেম্বর) সরকারি কর্মকর্তা জেরোম নিওনজিমা জানিয়েছেন, হামলায় ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ শিশু, দুই গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এই হামলার দায় স্বীকার করে রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে হত্যা করেছে তারা।

২০১৫ সাল থেকে কঙ্গো সীমান্তঘেঁষা ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষ তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।