ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের আবেদন ফিরিয়ে দিলেন সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
ইমরানের আবেদন ফিরিয়ে দিলেন সুপ্রিম কোর্ট

তিন বছরের সাজা বাতিল চেয়ে ইমরান খানের করা আবেদন ‘প্রয়োজনীয় শর্ত’ পূরণ না হওয়ায় ফেরত পাঠিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্টে।  

প্রধানমন্ত্রী দায়িত্বে থাকার সময় রাষ্ট্রীয় সংরক্ষণাগারে থাকা বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া উপহার বিক্রির দায়ে ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেয়।

দোষী সাব্যস্ত ও কারাদণ্ড হওয়ায় তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণাও করা হয়।

আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ বাদাগ্রস্ত করতে ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনীর চক্রান্তে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে বলে দাবি করে আসছেন ইমরান খান। খবর দ্য ডন।  

ইমরানের আইনজীবী সরদার লতিফ খোসা গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে পাকিস্তানি সংবিধানের ১৮৫ অনুচ্ছেদের আওতায় এই সাজা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ করে দেয়। আদালত জানায়, আবেদনটি অসম্পূর্ণ।  

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টায় সেই রায়ের বিরুদ্ধে প্রথমে ইসলামাবাদ হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

 

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।