ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের জন্য ‘শেষ’ সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
ইউক্রেনের জন্য ‘শেষ’ সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য আরও একটি সামরিক সাহায্য অনুমোদন করেছে হোয়াইট হাউস। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ২৫০ মিলিয়নের এই প্যাকেজটিই আপাতত ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসে পাস হয়ে থাকা শেষ সাহায্য প্রস্তাব।

 

সর্বশেষ এই প্যাকেজের মধ্যে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির সরঞ্জামসহ আর্টিলারি গোলাবারুদ ও অ্যান্টি-আরমার অস্ত্রও রয়েছে। খবর বিবিসি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক পৃথক বিবৃতিতে বলেছে, বুধবার ইউক্রেনের জন্য ঘোষণা দেওয়া ২৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা প্যাকেজের মধ্যে বিমান-বিধ্বংসী স্টিংগার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমারস) জন্য অতিরিক্ত গোলাবারুদ রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, দেশ এবং স্বাধীনতা বাঁচাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। যার কারণে ইউক্রেনীয় অংশীদারদের সহায়তা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

যদিও ইউক্রেনের যুদ্ধে মার্কিন কংগ্রেসের ব্যাপক সমর্থন রয়েছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নিরাপত্তা বাড়ানোর দাবিতে ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ডলার এবং ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার সরবরাহ করার একটি জরুরি ব্যয় প্রস্তাব এই মাসের শুরুর রিপাবলিকানদের ভেটোতে আটকে যায়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এমএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।