ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের এক বাঙালি ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। শেখ আবির হোসাইন (৩৪) নামের ওই ছাত্র টেক্সাসের লাহাম ইউনিভার্সিটিতে পিএইচ.ডি. গবেষক ছিলেন।

জানা গেছে, আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে নিহত হন। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে বিউমন্টের উত্তর প্রান্তে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে রবিনসন নামে একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ এবং ঘটনার সঙ্গে জড়িত আরেকজনকে খোজা হচ্ছে। হত্যার প্রায় তিন ঘণ্টা পর, পুলিশ দুই সন্দেহভাজনের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ বলছে, হত্যাকারীরা আবির হোসাইনকে গুলি করার পর দোকান থেকে শুধু সিগারেট চুরি করে অন্য কোন জিনিসপত্র বা নগদ চুরি হয়নি।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন।

 

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩

এমএম        
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।