ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহত বেড়ে ২২ হাজার ১৮৫, ২৪ ঘণ্টায় ২০৭

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
গাজায় নিহত বেড়ে ২২ হাজার ১৮৫, ২৪ ঘণ্টায় ২০৭

ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ১৫টি হামলা চালিয়েছে। এতে সেখানে ২০৭ জনের প্রাণ গেছে।

একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৩৮ জন। মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে। এক পর্যায়ে স্থল অভিযানও শুরু হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েলের নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে হতাহতের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।  

তথ্য অনুযায়ী ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২২ হাজার ১৮৫ জনের প্রাণ গেছে। আর সেখানে আহত হয়েছেন ৫৭ হাজার ৩৫ জন।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একই সময়ে সংঘাতের ঘটনা বেড়েছে। সেখানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩২৪ জন। আহত হয়েছেন তিন হাজার ৮০০ জন

আর হামাসের হামলায় ৭ অক্টোবর ইসরায়েলে নিহত হন এক হাজার ১৩৯ জন। যদিও  প্রথমে এ সংখ্যা এক হাজার ৪০০ ছিল। পরে তা কমানো হয়। গাজায় স্থল অভিযানে ইসরায়েলের ১৭৩ সেনার প্রাণ গেছে। আহত হয়েছেন ৯৬৫ জন।  

এদিকে গাজা থেকে কয়েক হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল।  প্রশিক্ষণ ও বিশ্রামের জন্য গাজা উপত্যকা থেকে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
আরএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।