ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় কোনো দুর্ভিক্ষ নেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, জুলাই ২৮, ২০২৫
গাজায় কোনো দুর্ভিক্ষ নেই: নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েল গাজায় অনাহার সৃষ্টি করছে—এমন অভিযোগকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই এবং ইসরায়েলের এমন কোনো নীতি নেই।

রোববার জেরুজালেমে একটি খ্রিস্টান সম্মেলনে বক্তৃতাকালে নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক আইনে নির্ধারিত পরিমাণ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ আমরা দিয়েছি। কিন্তু হামাস সেগুলো চুরি করে এবং পরে ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য না দেওয়ার অভিযোগ তোলে।

তবে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের আমলাতান্ত্রিক জটিলতা এবং সামরিক কর্মকাণ্ডের কারণে গাজায় ত্রাণ প্রবেশ কঠিন হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গাজা উপত্যকায় খাদ্য ঘাটতি ও অপুষ্টিজনিত সংকট গভীরভাবে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

হামাস বলেছে, তারা কোনো ত্রাণকেন্দ্র থেকে সহায়তা লুট করেনি। সম্প্রতি ইউএসএইডের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের দ্বারা মার্কিন সহায়তা পণ্যের পরিকল্পিত লুটপাটের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।