ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

ভিয়েতনামের একটি আদালত শুক্রবার দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থান লংকে করোনভাইরাস টেস্ট কিট কেলেঙ্কারিতে ঘুষ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী হ্যানয়ের একটি আদালত এ রায় ঘোষণা করেন।

ফাপ লুয়াট অনলাইন পত্রিকা জানিয়েছে, নগুয়েন থান লংকে ২.২৫ মিলিয়ন ডলারের ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরি এবং তার দাম বাড়াতে রাষ্ট্রীয় অর্থায়নে একটি গবেষণা ইউনিট কমিশন করার জন্য একটি স্থানীয় সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

সপ্তাহের শুরুতে আদালতের সামনে বক্তৃতায় লং বলেছিলেন, আমি আমার অপকর্মের জন্য অনুতপ্ত।

হ্যানয়ের ওই আদালত ঘুষ, ক্ষমতার অপব্যবহার বা অন্যান্য অভিযোগে আরও ৩৮ আসামির প্রায় সবাইকে দোষী সাব্যস্ত করেছেন।

নিলামের প্রবিধান লঙ্ঘন করার জন্য ফান কোক ভিয়েত নামে এক কর্মকর্তাকে ১৪ বছরের সেই সঙ্গে ঘুষ দেওয়ার জন্য আরও ১৫ বছরসহ মোট ২৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়।  ফান কোক ভিয়েত স্থানীয় একটি মেডিকেল ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।