ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে বাসে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
মেক্সিকোতে বাসে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯ 

মেক্সিকোতে একটি দ্বিতল বাসে সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। বাসটি স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।  

সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সামাজিক যোগাযোগ একটি ভিডিও বার্তায় বলেছেন, ১৯টি মরদেহ গণনা করা হয়েছে। মরদেহ গুলোর পরিচয় শনাক্ত করতে সময় লাগবে। খবর এনডিটিভি

উচ্চ গতি, ফিটনেস বিহীন গাড়ি অথবা চালকের ক্লান্তির কারণে মেক্সিকোতে মারাত্মক সড়ক দুর্ঘটনা এখন খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।  

দেশটির মহাসড়কে মালবাহী ট্রাকের দুর্ঘটনাও বেড়েছে।

২০২৩ সালের জুলাই মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে কমপক্ষে ২৩ জন নিহত হয়। যা ছিল সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সবচেয়ে খারাপ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪

এমএম   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।