ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
দক্ষিণ কোরিয়ায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে বুধবার (৩১ জানুয়ারি) একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

পরে উদ্ধারকর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

উদ্ধারের সময় যুদ্ধবিমানটির পাইলটের জ্ঞান ছিল। তার শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য একটি মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

৮ম ফাইটার উইংয় এক বিবৃতিতে জানিয়েছে, পাইলটকে উদ্ধার করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মিশন ঘনিষ্ঠভাবে কাজ করেছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করায় উইং কমান্ডার কর্নেল ম্যাথিউ গেটকা দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

৮ম ফাইটার উইংয়ে নিযুক্ত এফ-১৬ ফাইটিং ফ্যালকনটি সমুদ্রের ওপর ‘জরুরি পরিস্থিতির’ সম্মুখীন হওয়ার একপর্যায়ে বিধ্বস্ত হয় বলে জানাগেছে। যুদ্ধবিমানটির বিধ্বস্তের কারণ তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় বেসামরিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। খবর ওয়াশিংটন পোস্ট

গত ডিসেম্বরে আরেকটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় বিধ্বস্ত হয়।

 

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।