ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জনগণের ভোটেই জিতেছে আ. লীগ: রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
জনগণের ভোটেই জিতেছে আ. লীগ: রাশিয়ার রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেছেন, বাংলাদেশের সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই জিতেছে আওয়ামী লীগ।

বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেন, নির্বাচনসহ যে কোনো ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার নাক গলায় না রাশিয়া। দেশটির ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্য ভুল। আওয়ামী লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে।

রুশ রাষ্ট্রদূত বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বিষয়ে যেকোনো সময় চুক্তি হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেকোনো মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া। এর ফলে বাংলাদেশও ভোগান্তিতে পড়েছে বলে মন্তব্য করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।