যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিশরে পৌঁছেছেন। গেল বছরের অক্টোবর থেকে এ নিয়ে পঞ্চমবার মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি।
মঙ্গলবার মিশরীয় মধ্যস্ততাকারীদের সঙ্গে ব্লিঙ্কেনের সাক্ষাতের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রসহ মিশরীয় মধ্যস্ততাকারীরা আরবদের সঙ্গে মিলে যুদ্ধ শেষের জন্য একটি চুক্তি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাজা যুদ্ধে এ পর্যন্ত সাড়ে ২৭ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
গাজায় ২৩ লাখ লোকের বাস, যাদের বেশির ভাগই বাস্তুচ্যুত। এ বাসিন্দারা খাদ্য, ওষুধ, আশ্রয়ের সংকটে ভুগছেন। গাজার বেশির ভাগ অংশই ইসরায়েলের চার মাস ধরে চালানো বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার একটি চুক্তি নিয়ে কাজ করছেন, যেটি যুদ্ধ বন্ধ করবে এবং বন্দি বিনিময় করতে দেবে। তবে ইসরায়েল ও হামাস শর্তে একমত হওয়ার ক্ষেত্রে অনেক দূরে রয়েছে বলে জানা গেছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ব্লিঙ্কেন কায়রো ও পরে দোহায় যাওয়ার পর প্রস্তাবিত চুক্তি সম্পর্কে হামাসের প্রতিক্রিয়া জানতে পারবেন বলে আশা করছেন। বুধবার ব্লিঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্রিফ করতে সেদেশে যাবেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
আরএইচ