ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়া কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়া কমান্ডার নিহত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সিনিয়র কমান্ডার আবু বাকির আল-সাদি নিহত হয়েছেন।

নিহত আবু বাকির আল-সাদি কাতাইব হিজবুল্লাহর একজন সিনিয়র নেতা ছিলেন।

 বুধবার দুই রক্ষীসহ একটি গাড়িতে যখন যাচ্ছিলেন তখন এ হামলা হয়। হামলায় তারা তিনজনই নিহত হন।

পেন্টাগন দাবি করেছে, এ অঞ্চলে আমেরিকান বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য ওই কমান্ডার দায়ী ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডানে একটি ড্রোন হামলার জন্য মিলিশিয়াকে অভিযুক্ত করেছে। গত মাসে এ হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।

বুধবার রাতে ড্রোন হামলাটি বাগদাদের মাশতালের আশপাশে ঘটে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। ব্যস্ত রাস্তায় একটি চলন্ত গাড়িকে টার্গেট করে এ হামলা চালানো হয়। হামলার সঙ্গে সঙ্গে গাড়িটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। নিহতদের একজন হলেন কাতাইব হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার আবু বাকির আল-সাদি।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় ২১টা ৩০ মিনিটে এ হামলায় চালানো হয়। এতে অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলায় সরাসরি পরিকল্পনা ও অংশ নেওয়ার জন্য দায়ী কমান্ডার নিহত হন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।