ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদান সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
বাগদান সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার চার বছরের সঙ্গী জোডি হেডনের সঙ্গে তার বাগদান সেরেছেন।

তিনি বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস ডেতে প্রধানমন্ত্রীর ক্যানবেরার বাসভবন লজে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি হেডনরেক পরিয়ে এ বাগদান সারেন।

৬০ বছর বয়সী আলবানিজের সঙ্গে ৪৫ বছর বয়সী হেডনের প্রথম দেখা হয় ২০২০ সালে একটি ডিনার পার্টিতে। সেই থেকে তাদের সম্পর্কের গভীরতা, যা পরে বাগদান পর্যন্ত পৌঁছায়।

অস্ট্রেলিয়ায় তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বাগদানের ঘোষণা দিলেন।

এরই মধ্যে আলবানিজ সামাজিক যোগযোগমাধ্যমে ক্যাপশনসহ একটি সেলফি পোস্ট করেছেন।

এ জুটি পরে একটি যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা এ সংবাদটি ভাগ করে নিয়ে রোমাঞ্চিত এবং উত্তেজিত এবং আমাদের বাকি জীবন একসঙ্গে কাটানোর জন্য আমরা উন্মুখ। আমরা একে অপরকে খুঁজে পেয়ে ভাগ্যবান।

এ জুটিকে অভিনন্দন জানিয়েছেন সংসদের সহকর্মীরা, নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার লাক্সন এবং টিভি শেফ নাইজেলা লসন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং অভিনন্দন বার্তায় লিখেছেন, ভালোবাসা একটি সুন্দর জিনিস। আমি তোমাদের উভয়ের জন্য খুব খুশি!

নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে।  ওই সংসারে আলবানিজের ২৩ বছরের একটি ছেলে রয়েছে। তার নাম নাথান আলবানিজ।

সূত্র: বিবিসি 

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।