ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিলেন গ্যাং নেতা ‘বারবিকিউ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিলেন গ্যাং নেতা ‘বারবিকিউ’ হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন দেশটির শীর্ষ গ্যাং লিডার জিমি চেরিজিয়ার। তিনি ‘বারবিকিউ’ নামে ব্যাপক পরিচিত।

শুক্রবার (১ মার্চ) হুমকি দিয়ে বারবিকিউ বলেন, ‘হেনরিকে ক্ষমতাচ্যুত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব আমি। ’

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সহিংসতার ঘটনা চলমান। প্রতিদিনই সেখানে কোনো না কোনো ঘটনা ঘটছে। সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধ হচ্ছে। গত বৃহস্পতিবারও পোর্ট-অ-প্রিন্সের কয়েকটি স্থানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হন।

এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বারবিকিউ বলেন, আমাদের যুদ্ধ যতদিন প্রয়োজন চলবে। হেনরিকে উৎখাতে আমরা লড়াই চালিয়ে যাবো। তবে, আমরা নারী-শিশু, নিরপরাধদের কোনো ক্ষতি চাই না।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সম্ভাব্য সব রকম ক্ষতি এড়াতে শিশুদের ঘরেই রাখুন।

সহিংসতার কারণে পোর্ট-অ-প্রিন্স ও আশপাশের এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে পালিয়েছেন। তা ছাড়া প্রধান কন্টেইনার বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে সশস্ত্র ব্যক্তিরা। পুলিশ স্টেশনে হামলার হুমকিও দেওয়া হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পক্ষ থেকে।

এ অবস্থায় সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান জারি রাখা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির সরকার।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।