ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেশোয়ারে মোটরসাইকেলে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
পেশোয়ারে মোটরসাইকেলে বিস্ফোরণ, নিহত ২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে মোটরসাইকেল বিস্ফোরণে দুজনের প্রাণ গেছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।

খবর আল-জাজিরার।

শহরের বোর্ড বাজার এলাকায় রোববার সকালে বিস্ফোরণটি ঘটে। এতে একজন আহত হন। তাকে লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।

মোটরসাইকেলটিতে চার-পাঁচ কেজি বিস্ফোরক ছিল। বলেন পেশোয়ারের পুলিশ অপারেশনের সিনিয়র সুপারিনটেনডেন্ট কাশিফ আব্বাসি।  

মোটরসাইকেল বহন করা বিস্ফোরক আগেই বিস্ফোরিত হয়ে যায়। কী উদ্দেশ্যে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তা তিনি বলেননি।  

জিও নিউজ টিভির প্রচার করা ফুটেজে দেখা গেছে, একটি পোড়া মোটরসাইকেল রাস্তার মাঝখানে পড়ে আছে। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

বিস্ফোরণের ধরন নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে। সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তারা বিস্ফোরণস্থলে পৌঁছেছেন। পেশোয়ার পুলিশের প্রধান কাশিফ আব্বাসি বলেন, প্রাথমিক তদন্ত বলছে, সন্দেহভাজন হামলাকারী বিস্ফোরণেই নিহত হয়েছেন।  

পেশোয়ার হলো খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী, যেটি পাকিস্তানি তালিবান গ্রুপের সাবেক শক্ত ঘাঁটি।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।