ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সুভাষ চন্দ্র বসু সিআইএসএফ কর্মীর ‘আত্মহত্যা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
সুভাষ চন্দ্র বসু সিআইএসএফ কর্মীর ‘আত্মহত্যা’

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক কর্মী আত্মহত্যা করেছেন।

নিজ রাইফেলের গুলিতে নিজেকে শেষ করেন তিনি।

ভোরে সেই গুলির শব্দ পেয়ে পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

নিহত সিআইএসএফ কর্মীর নাম শ্রী বিষ্ণু (২৫)। তার বাড়ি তেলেঙ্গানায়। ২০২২ সাল থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর পাঁচটার দিকে কলকাতা বিমান বন্দরের পাঁচ নম্বর গেটে ঘটনাটি ঘটে। হঠাৎ গুলির আওয়াজ শুনতে পেয়ে কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই তৎপর হয়ে ওঠেন। তারা টাওয়ারের ওপর উঠে শ্রী বিষ্ণুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে তাকে ভিআইপি রোডের কাছে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা পরীক্ষার পর বিষ্ণুকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, শ্রী বিষ্ণু কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল থেকে গুলি চালান। নিজেকে থুতনির নিচে থেকে তিনি গুলি করেন। কী কারণে তার আত্মহননের সিদ্ধান্ত, জানতে কাজ শুরু করেছে সিআইএসএফ ও পুলিশ। এর আগে এ দুই বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।