ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

একজনকেই বিয়ে করলেন জোড়া লাগা ২ বোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
একজনকেই বিয়ে করলেন জোড়া লাগা ২ বোন

যুক্তরাষ্ট্রের আলোচিত জোড়া লাগানো যমজ দুই বোন অ্যাবি ও ব্রিটানি বিয়ে করেছেন। তাদের স্বামীও একজন।

 

দুই বোনকে বিয়ে করেছেন জোশ বোলিং নামে যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্য। তিনজনের সংসারও চলছে বেশ।

অবশ্য বিয়ের ঘটনা তিন বছর আগের। তবে সম্প্রতি সে খবর সামনে আনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট

১৯৯০ সালে ৭ মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটার মাটিতে দুটি মাথা এবং এক শরীরের সঙ্গে জন্মগ্রহণ করেন অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল।  

১৯৯৬ সালে ‘দ্য অপরাহ উইনফ্রে শো’উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান অ্যাবি ও ব্রিটানি।

তখন জানানো হয়,  দুই বোনোর শরীর এক হলেও দুজন দুই ব্যক্তিত্বের অধিকারী। কারণ মস্তিষ্ক আলাদা। যে কারণে তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা, কল্পনা, স্বপ্ন, মানসিক অনুভূতি সবই আলাদা।  

দুজনের খাদ্যাভাসও ভিন্ন। তাদের হৃৎপিণ্ড, পিত্তাশয় ও পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

এই যমজ বোনের বাবা প্যাটি ও মা মাইক জানিয়েছিলেন, জন্মের সময় যমজদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। অথবা যেকোনো একজনকে মরতে হবে। মা-বাবার মন তাতে রাজি হয়নি। কোনো সন্তানকেই হারাতে চাইছিলেন না তারা।  তাই অপারেশন করে আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা। এভাবেই বড় হয়েছে তাদের জোড়া লাগানো সন্তান।

গণমাধ্যম পিপল ম্যাগাজিন বলছে, বর্তমানে শিক্ষকতার পেশায় আছেন অ্যাবি ও ব্রিটানি। অ্যাবি শেখান অঙ্ক এবং আর ব্রিটনি ইংরেজি পড়ান।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।