ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনের উড়োজাহাজে চুরি, সাংবাদিকদের সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
বাইডেনের উড়োজাহাজে চুরি, সাংবাদিকদের সতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে চুরির ঘটনা ঘটেছে।

বিমানে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে থাকা দামি স্মারক চুরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেব্রুয়ারিতে মি. বাইডেনের যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সফরের পর এয়ার ফোর্স ওয়ানে একটি ইনভেন্টরি চেক দেখা গেছে যে, তার প্রেস বিভাগ থেকে বেশ কয়েকটি আইটেম পাওয়া যাচ্ছে না।

বিমান থেকে ব্র্যান্ডেড বালিশের কেস, চশমা এবং সোনার রিমযুক্ত প্লেটগুলি জেট থেকে উধাও হয়ে গেছে।  
আর এসব চুরির জন্য সাংবাদিকদেরই  অভিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে সাংবাদিকদের সতর্ক করেছে হোয়াইট হাউস।  

সাংবাদিকদের বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বিমান থেকে স্যুভেনির চুরি বন্ধ করতে।

উল্লেখ্য, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মাঝে মাঝে স্যুভেনির হিসেবে প্রেসিডেন্টের সিলসহ সজ্জিত চকোলেটের ছোট প্যাকেজ দেওয়া হয়।  

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এয়ার ফোর্স ওয়ান লোগোসহ কাটলারি, তোয়ালে নিয়ে যাওয়া বছরের পর বছর ধরে চলে আসা একটি সাধারণ ঘটনা ৷

ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা মিশা কোমাদভস্কিকেও চুরির জন্য অভিযুক্ত করা হয়েছে।  

এ বিষয়ে বিবিসি নিউজকে মিশা কোমাদভস্কি বলেন, যখন তিনি এয়ার ফোর্স ওয়ান লোগোসহ একটি পেপার কাপ হাতে রেখেছিলেন, তখন তিনি এটা ফেলে দিতে ভুলে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।