ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সড়ক দুর্ঘটনায় ৬ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
ইরাকে সড়ক দুর্ঘটনায় ৬ শিশু নিহত

ইরাকে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেল ৬ শিশুর।  

স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির বসরা শহরে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ১৪ জন  আহত হয়েছে। আহত শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের  মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার একটি রেফ্রিজারেটরবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাথমিক বিদ্যালয়ের একটি দলের ওপর উঠে যায়। এতে ৬ শিশুর মৃত্যু হয়।  

রয়টার্স জানিয়েছে, আহত শিশুদের অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটময়। তবে ঠিক কতজনের অবস্থা সংকটাপন্ন সে বিষয়টি নিশ্চিত করে জানা যায়নি।

ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি প্রাণঘাতী এ দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন বলে তার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।