ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সাইমন হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সাইমন হ্যারিস

আয়ারল্যান্ডের পার্লামেন্ট সাইমন হ্যারিসকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তিনি দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন।

গত মাসে প্রধানমন্ত্রী লিও ভারাদকার আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। তার স্থলাভিষিক্ত হলেন সাইমন হ্যারিস।

মঙ্গলবার হ্যারিস মনোনয়ন নিশ্চিত হওয়ার পর পার্লামেন্টের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্বতন্ত্র সদস্যদের পাশাপাশি তার জোটসঙ্গী ফিয়ানা ফেইল ও গ্রিন পার্টির সমর্থন পান তিনি।  

ভারাদকারের পদত্যাগের ঘোষণার কয়েকদিন পর গত মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইন গেইল দলের নতুন নেতা নির্বাচিত হন ৩৭ বছর বয়সী সাবেক স্বাস্থ্য ও উচ্চশিক্ষা মন্ত্রী হ্যারিস।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে আমি মনোনয়ন নিয়েছি। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার সম্মানে আমি যা করতে পারি, তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তার প্রার্থিতা সমর্থনকারী জোট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হ্যারিস বলেন, তিনি ঐক্য ও সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনায় নেতৃত্ব দিতে চান।

হ্যারিসের আগে ভারাদকারই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। ভারাদকার ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।