জিবুতি উপকূলে নৌকাডুবিতে অন্তত ৩৩ ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। তাদের মধ্যে আট বছর বয়সী এক ছেলে শিশুও রয়েছে।
ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে যাত্রা করা ওই নৌকায় ৭৭ জনের মধ্যে তারা ছিলেন বলে জানায় জাতিসংঘের অভিবাসন সংস্থা।
মঙ্গলবার কয়েকজন অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যেতে দেখে জেলেরা কোস্টগার্ডকে জানান। উদ্ধারকারীরা ২০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করতে সমর্থ হন। বাকিরা নিখোঁজ রয়েছেন।
জীবিতদের উদ্ধার করে জিবুতি উপকূলের গোডোরিয়া শহরে নিয়ে আসা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় প্রত্যাবাসন করেছে।
জিবুতি কোস্টগার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা ইস ইয়্যাহ বলেন, যারা ওই নৌকায় ছিলেন, তারা ইয়েমেন ছেড়ে চলে যাচ্ছিলেন। কারণ তাদের দেশের চেয়ে সেখানে জীবন অনেক বেশি সংগ্রামের।
জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বেরহানু সেগায়ে অভিবাসনপ্রত্যাশীদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
আরএইচ