ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহত ৩৫ হাজার ফিলিস্তিনি, ‘অবিলম্বে যুদ্ধবিরতি’র আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ১২, ২০২৪
গাজায় নিহত ৩৫ হাজার ফিলিস্তিনি, ‘অবিলম্বে যুদ্ধবিরতি’র আহ্বান জাতিসংঘ মহাসচিবের

গাজা উপত্যকায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার।

গাজার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।  

রোববার কুয়েতে জড়ো হওয়া আন্তর্জাতিক দাতাদের উদ্দেশে এক ভিডিও ভাষণে গুতেরেস গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতিই শুরু করতে হবে। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে দেন যে, যুদ্ধের অভিঘাত থেকে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে।

এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যুদ্ধে বাড়ি থেকে পালানো বহু ফিলিস্তিনি আবার নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।