ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে দরজা আটকে অগ্নিসংযোগ, ১১ মুসল্লি নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ১৭, ২০২৪
নাইজেরিয়ায় মসজিদে দরজা আটকে অগ্নিসংযোগ, ১১ মুসল্লি নিহত

নাইজেরিয়ায় এক মসজিদে ১১ মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন মুসল্লি। দেশটির উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের ওই মসজিদে এক ব্যক্তি আগুন ধরিয়ে দিলে এ ঘটনা ঘটে।

খবর বিবিসির।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি আগুন ধরিয়ে দেওয়ার আগে মসজিদে পেট্রল ঢেলে দরজা বন্ধ করে দেন। এতে ভেতরে আটকা পড়েন ৪০ মুসল্লি।

উত্তরাধিকারের সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, ৩৮ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে তারা গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার কানো প্রদেশের গেজাওয়া অঞ্চলের ওই মসজিদে মুসল্লিরা ফজরের নামাজে অংশ নিচ্ছিলেন। তখনই আগুন দেওয়ার ঘটনা ঘটে।  

স্থানীয়রা বলছেন, মসজিদে আগুনের শিখা ছড়িয়ে পড়লে মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারা তালাবদ্ধ দরজা খোলার চেষ্টা করছিলেন।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন মসজিদে আটকে পড়া লোকেদের উদ্ধারে ছুটে যান বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে পরে পুলিশ জানায়, হামলায় কোনো বোমা ব্যবহার করা হয়নি।

কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বিবিসিকে বলেন, স্থানীয়রা আগুন নেভানোর পর তাদের খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সন্দেহভাজন দায় স্বীকার করে বলেছেন, উত্তরাধিকারের সম্পত্তির দাবি নিয়ে বিরোধের জেরে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে তিনি আগুন দেওয়ার ঘটনা ঘটান।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।