ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

তেহরানে সেন্ট্রিফিউজ কারখানায় বিমান হামলার দাবি ইসরায়েলের

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, জুন ১৮, ২০২৫
তেহরানে সেন্ট্রিফিউজ কারখানায় বিমান হামলার দাবি ইসরায়েলের ফাইল ছবি

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রাতেপরিচালিত অভিযানে ৫০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়, যেখানে ইরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং একাধিক অস্ত্র-উৎপাদন কারখানায় হামলা চালানো হয়।

আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জানায়, তেহরানের যে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে, সেটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি ও গতি বাড়াতে ব্যবহৃত হচ্ছিল।

সেনাবাহিনী আরও জানায়, যে অস্ত্র-উৎপাদন কারখানাগুলিতে হামলা চালানো হয়েছে, তার মধ্যে ছিল— ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কাঁচামাল ও উপাদান প্রস্তুতের কেন্দ্র, এবং বিমান ভূপাতিত করার জন্য ব্যবহৃত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সিস্টেম ও উপাদান তৈরির সুবিধাসমূহ।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।