ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ২০, ২০২৪
কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, জানাল ইরান

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম জানাল ইরান। দেশটির গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার অনুমোদনে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।

খবর ইরনার।

সোমবার এক সাক্ষাৎকারে তাহান নাজিফ বলেন, সর্বোচ্চ নেতার অনুমোদন নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে নিয়ে কাউন্সিল ৫০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি বলেন, ইরানিদের চিন্তার কিছু নেই। দেশ চালানোর ক্ষেত্রে বিঘ্ন ঘটবে না।

দেশটির সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্ট হঠাৎ মারা গেলে সর্বোচ্চ নেতার অনুমোদনের পরিপ্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে।  

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের দিজমার বনে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা সবাই নিহত হন। সোমবার সকালের দিকে পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।  

প্রেসিডেন্ট রাইসির সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানসহ কয়েকজন কর্মকর্তা। ইরানের মন্ত্রিসভা উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।