ইসরায়েল কর্তৃক হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি ইসরায়েলকে মোকাবিলা করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার খবরে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো উপায়ে আপনারা লেবাননের জনগণ ও গর্বিত সংগঠন হিজবুল্লাহর পাশে দাঁড়ান। এবং ইসরায়েলের দুষ্ট শাসনের মোকাবিলা করতে সহায়তা করুন।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর নিহতের পর এক বিবৃতিতে খামেনি বলেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে প্রতিরোধের বাহিনী দ্বারা, যেখানে হিজবুল্লাহ অগ্রভাগে থাকবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার খবরে এ বিবৃতি তুলে ধরা হয়েছে।
এদিকে নাসরাল্লাহর হত্যাকাণ্ডের পর খামেনির নিরপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তাকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। তেহরানের দুই আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, খামেনিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এমজে