ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের হামলায় এক বছরে নিহত ১৮৭৩  

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
লেবাননে ইসরায়েলের হামলায় এক বছরে নিহত ১৮৭৩  

লেবাননে ইসরায়েলি হামলায় গত বছরের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এক হাজার ৮৭৩ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৯ হাজার ১৩৪ জন।

খবর আল জাজিরার।

এক প্রতিবেদনে লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট বলছে, ইসরায়েলি আগ্রাসনের শিকার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ব্যক্তির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত এক লাখ ৫৫ হাজার ৬০০।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্ত সংঘাতে জড়ায়। হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা চলে প্রায়শই।  

গত কয়েকদিনে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালায়। সবশেষ মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে এবং রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা অব্যাহত রাখে।  

হিজবুল্লাহ বলছে, বুধবার তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি স্থল অভিযান প্রতিহত করেছে এবং ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে।  

এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব বলছে, তারা এ হামলার প্রতিশোধ নেবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরান ভুল করে ফেলেছে, তাদের চরম মূল্য দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।