ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হেগসেথই ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
হেগসেথই ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথই হলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। শুক্রবার রাতে সিনেটে এক ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়।

মনোনয়ন পাওয়ার পর তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এতে তার নিয়োগ পাওয়ার বিষয়টি অনেকটা নড়বড়ে হয়ে যায়।

সাবেক সেনা কর্মকর্তা এবং একসময়ের ফক্স নিউজ টেলিভিশনের সঞ্চালক হেগসেথ প্রায় ৩০ লাখ কর্মচারী এবং ৮৪৯ বিলিয়ন ডলার বাজেটের একটি বিশাল বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব পেলেন।

সিনেটে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হেগসেথের পক্ষে টাই-ব্রেকিং ভোট দেন। তবে মিচ ম্যাককনেলসহ তিন রিপাবলিকান সিনেটর তার বিপক্ষে ভোট দেন।

হেগসেথের মনোনয়ন বাতিল করতে ৪৭ জন ডেমোক্রেট এবং স্বাধীন সিনেটরের সঙ্গে আরও চারজন রিপাবলিকানকে তার বিপক্ষে ভোট দিতে হতো। ম্যাককনেলের অপ্রত্যাশিত ভোটের ফলে ‘টাই’ পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরই ভাইস প্রেসিডেন্ট ভোট দেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মন্ত্রিসভার মনোনীত প্রার্থীর নিয়োগে টাই-ব্রেকিং ভোট দিলেন ভ্যান্স। ট্রাম্পের আগের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ২০১৭ সালে বেটসি ডেভোসকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগে টাই-ব্রেকিং ভোট দিয়ে প্রথমবার এ নজির স্থাপন করেন।

চলতি মাসের শুরুর দিকে হেগসেথের নিয়োগ শুনানিতে ডেমোক্রেট সিনেটররা দেশের অন্যতম বড় মন্ত্রণালয় পরিচালনার জন্য তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে ট্রাম্পসহ অনেক রিপাবলিকানই হেগসেথের প্রতি তাদের সমর্থন বজায় রাখেন।

শুনানিতে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় হেগসেথকে। তার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়, যদিও তিনি এ অভিযোগ আগেই অস্বীকার করেছেন। ধর্মদ্রোহিতা ও মদ্যপানের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয় তাকে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।