ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। রাজ্যটিতে প্রায় দুই বছর ধরে চলা জাতিগত সংঘাতের প্রেক্ষাপটে রোববার তিনি পদত্যাগ করেন।
এনডিটিভি জানায়, তার এই পদত্যাগের উদ্দেশ্য হলো রাজ্য বিজেপির ভেতরে তার নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রশমিত করা। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চাইছিল কংগ্রেস।
মুখ্যমন্ত্রী রোববার সন্ধ্যায় রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। কংগ্রেস বলছে, দেরিতে হলেও এই পদত্যাগ তাদের দাবিরই স্বীকৃতি।
মুখ্যমন্ত্রীর পদত্যাগের ফলে সোমবার থেকে শুরু হতে যাওয়া মণিপুর বিধানসভার বাজেট অধিবেশন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।
কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নেন এন বীরেন সিং। সকালে তিনি দিল্লি যান, যেখানে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং দলের প্রধান কৌশলবিদ-কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন।
২০২৩ সালের মে মাসে শুরু হওয়া জাতিগত সহিংসতার কথা তুলে ধরে প্রায় ১২ জন বিধায়ক নেতৃত্ব পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিলেন। স্পিকার ও মুখ্যমন্ত্রীর মধ্যে মতপার্থক্য ছিল বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএইচ